কিশোরগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন
- সর্বশেষ আপডেট ০৩:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 91
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা নির্বাচন অফিসের সামনে আলোর মেলা এলাকায় এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় ভোটার ও এলাকাবাসী।
অংশগ্রহণকারীরা জানান, বর্তমানে ১ ও ২ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র আলহাজ আমীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অবস্থিত। কিন্তু কেন্দ্রটি অনেক দূরে হওয়ায় নারী, বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের পক্ষে সেখানে যাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই তারা ভোটকেন্দ্রটি পশ্চিম মাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ডা. বোরহান উদ্দিন সোহাগ, মাওলানা আল-আমীন, শাহজাহান, সানাউল্লাহ, আবু হানিফ, আবুল কালাম ও আবদুস সাওার প্রমুখ।
বক্তারা বলেন, ভোটাধিকার প্রয়োগের জন্য নিকটবর্তী কেন্দ্রে নিরাপদ ও সহজ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। বর্তমান কেন্দ্রের অবস্থান অনেকের জন্য ঝুঁকিপূর্ণ ও অসুবিধাজনক।
মানববন্ধন শেষে নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিতদের আশ্বস্ত করেন যে, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


































