কিশোরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে উলঙ্গ হয়ে চাঁদাবাজি
- সর্বশেষ আপডেট ০৫:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 345
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে একদল হিজরার বিরুদ্ধে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ এবং বিয়ে বাড়ির লোকজনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে পলাশের বিয়ের অনুষ্ঠানে দুপুরে কয়েকজন হিজরা প্রবেশ করে চাঁদা দাবি করেন। বিয়ে বাড়ির পক্ষ চাঁদা দিতে অস্বীকার করলে তারা উচ্চস্বরে গালিগালাজ শুরু করেন। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, হিজরারা প্রকাশ্যে উলঙ্গ হয়ে অশ্লীল আচরণ শুরু করেন এবং নারী ও অতিথিদের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হিজরাদের হাতে দেশীয় অস্ত্র ‘দা’ রয়েছে, যার মাধ্যমে তারা ভীতি তৈরি করছে এবং বিয়ে বাড়ির লোকজনকে হুমকি দিচ্ছে। অনেকেই ভয়ে কিছু বলতে না পেরে নীরব থাকেন। বিয়ের অনুষ্ঠানের স্বজনদের অভিযোগ, হিজরাদের আচরণের কারণে অনুষ্ঠান প্রায় বন্ধ হয়ে যেতে বসে। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়। বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চাঁদা আদায়ের নামে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও অশালীন আচরণের অভিযোগ শুনে আসা গেছে। তারা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান কামনা করেছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে হিজরাদের চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে পুলিশ সতর্ক থাকবে বলেও নিশ্চিত করেছেন।


































