ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বিএনপি নেতার তিন গরু চুরি

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৬:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 169

কিশোরগঞ্জে বিএনপি নেতার তিন গরু চুরি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে গভীর রাতে একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে। গরুগুলো ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মাহবুবুর রহমান খোকনের।

বুধবার (১০ ডিসেম্বর) হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দাখিলের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সুযোগে অজ্ঞাত চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।

চুরি যাওয়া গরুগুলোর মধ্যে ছিল একটি লাল রঙের ষাঁড়, যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা; এছাড়া সাদা–কালো রঙের একটি গাভী ও একটি বকনা বাছুর—দুটোর বাজার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

হাবিবুর রহমান মানিক, খোকনের বড় ছেলে, জানান—রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ার পর রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে চোরেরা লোহার শিকল কেটে গরুগুলো বের করে নিয়ে যায়। তিনি আরও বলেন, “তালা ভাঙা দেখে বুঝতে পারি গরুগুলো নেই। বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছি। আশা করি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।”

হাজী মাহবুবুর রহমান খোকন বলেন, গরু চুরির সঙ্গে এলাকার কিছু দুষ্কৃতিকারী বা নেশাগ্রস্ত ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে। তিনি আরও জানান, এর আগেও তার মুরগির ফার্ম থেকে পানির পাম্পসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছিল।

হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে বিএনপি নেতার তিন গরু চুরি

সর্বশেষ আপডেট ০৬:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে গভীর রাতে একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে। গরুগুলো ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মাহবুবুর রহমান খোকনের।

বুধবার (১০ ডিসেম্বর) হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দাখিলের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সুযোগে অজ্ঞাত চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।

চুরি যাওয়া গরুগুলোর মধ্যে ছিল একটি লাল রঙের ষাঁড়, যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা; এছাড়া সাদা–কালো রঙের একটি গাভী ও একটি বকনা বাছুর—দুটোর বাজার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

হাবিবুর রহমান মানিক, খোকনের বড় ছেলে, জানান—রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ার পর রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে চোরেরা লোহার শিকল কেটে গরুগুলো বের করে নিয়ে যায়। তিনি আরও বলেন, “তালা ভাঙা দেখে বুঝতে পারি গরুগুলো নেই। বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছি। আশা করি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।”

হাজী মাহবুবুর রহমান খোকন বলেন, গরু চুরির সঙ্গে এলাকার কিছু দুষ্কৃতিকারী বা নেশাগ্রস্ত ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে। তিনি আরও জানান, এর আগেও তার মুরগির ফার্ম থেকে পানির পাম্পসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছিল।

হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।