ফুটপাত উচ্ছেদের দাবিতে
কিশোরগঞ্জে দোকান মালিক ও কর্মচারীদের শাটডাউন
- সর্বশেষ আপডেট ০৭:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 117
কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদের দাবিতে দোকান মালিক ও কর্মচারীরা সারাদিন ধরে শাটডাউন কর্মসূচি পালন করছেন। কর্মসূচির কারণে পুরো শহরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং জনসাধারণ ও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
শাটডাউনের অংশ হিসেবে রথখলা, তেরীপট্টি, কাচারীবাজার মোড়, বড় বাজার, গৌরাঙ্গবাজার এলাকায় প্রধান সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এছাড়া দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ফুটপাতে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী সমিতির নেতারা।
ফুটপাতে পণ্য ক্রয় করার সময় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। দোকানদার বিষয়টি হকারদের কাছে জানতে চাইলে তারা হামলা চালায়। জাহাঙ্গীর আলম হীরা বলেন, “অবিলম্বে হকারমুক্ত শহর চাই। দোকানের সামনে হকাররা ভ্যান নিয়ে ব্যবসা করছে, আমাদের দোকানে প্রবেশে বাধা দিচ্ছে। তাদের রাজনৈতিক নেতারা শেল্টার দেয়। কোনো কিছু বললে তারা মারধর করে। পণ্য কিনতে না চাইলেও জোরপূর্বক দিতে চায় এবং সিন্ডিকেট করে ব্যবসা করে।”
ব্যবসায়ী বিপ্লব সরকার জানান, “গত ৫ আগস্টের পর থেকে ফুটপাতে হকার বেড়ে গেছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কিছু বলতে গেলেই হামলা চালায়। বহু ব্যবসায়ী ভয়ে মুখ খুলতে সাহস পান না। শহরের প্রধান এলাকার প্রায় ১০ হাজার দোকান প্রভাবিত।”
বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন দিলু বলেন, “ফুটপাত দখল, অবৈধ দোকানপাট স্থাপন ও যত্রতত্র ভ্যানগাড়ি রাখার কারণে শহরে চলাচলে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে হকারদের অবৈধ দখল শহরের শৃঙ্খলা ও স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।”
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “গত শনিবারের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


































