কিশোরগঞ্জে তিন ইউপি চেয়ারম্যান বরখাস্ত
- সর্বশেষ আপডেট ০৯:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 28
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্বপালনে অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক ও জনসেবামূলক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট ইউপিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(১) ধারার আলোকে এবং পরিষদের কার্যক্রমে অবহেলার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে বলা হয়- ১নং গোপদিঘী ইউপি: উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান, ৪নং ঘাগড়া ইউপি: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ভূঁইয়া মো. মাজহারুল ইসলাম, ৭নং বৈরাটি ইউপি: উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই.আ.ম. মামুন মজুমদার।
এছাড়া আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ বরখাস্ত ও প্রশাসক নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসকদের দায়িত্ব গ্রহণের ফলে ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক স্বচ্ছতা এবং সেবা কার্যক্রমে গতি ত্বরান্বিত হবে।
































