কাস্টমসের আন্দোলনের প্রভাব পড়েনি মোংলা বন্দরে
- সর্বশেষ আপডেট ০২:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 185
সম্প্রতি কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি ও ‘কমপ্লিট শাটডাউন’-এর আহ্বান সত্ত্বেও মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল। পণ্য ওঠানামা, পরিবহন এবং অন্যান্য কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। একইভাবে মোংলা ইপিজেড এবং কাস্টমস হাউসেও এর কোনো বিরূপ প্রভাব পড়েনি।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার মো. সফিউজ্জামান জানান, কর্মবিরতি চলাকালীন কাস্টমসের কোনো আর্থিক ক্ষতি হয়নি। তিনি বলেন, “গত কয়েকদিনে তেমন কোনো জাহাজ আসেনি। ফলে যেসব পণ্য ছাড় হয়নি, এখন তা ছাড় হচ্ছে। এতে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হয়নি।”
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, “আন্দোলনের আগে যেমন কার্যক্রম চলছিল, আন্দোলনকালেও তেমনই চলেছে। কোনো অচলাবস্থা হয়নি।”
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোহাম্মদ আবুল বাশার বলেন, “২/১ দিনের বন্ধে ইপিজেডে বড় কোনো ক্ষতি হয়নি। প্রতিদিন অন্তত এক ঘণ্টা করে কাজ হয়েছে। চট্টগ্রাম বা ঢাকার মতো বড় পরিসরে আমদানি-রপ্তানি না হওয়ায় প্রভাবও কম। গত রাত থেকেই পূর্ণ কার্যক্রমে ফিরে এসেছে। কোনো আর্থিক ক্ষতি হয়নি।”
সব মিলিয়ে কাস্টমসের চলমান আন্দোলন মোংলা বন্দর অঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারেনি।


































