ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাজেটে বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তায়

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 280

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ রাখা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অনুমোদিত চূড়ান্ত বাজেটে এই সুযোগ আর রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রোববার (২২ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনবিআর চেয়ারম্যান বলেন, “বিভিন্ন মহলের আপত্তি ও দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বিধানটি বাতিল করা হয়েছে। ফলে কালো টাকা বৈধ করার আর কোনো সুযোগ থাকছে না।”

এছাড়া সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।

প্রথমে এই খাতে বরাদ্দ ছিল ৮১ হাজার ৭০০ কোটি টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা বেড়ে হয়েছে ৯১ হাজার ৭০০ কোটি টাকা।

অর্থ উপদেষ্টা আরও জানান, আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫.৫০ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৫০ শতাংশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাজেটে বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তায়

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল

সর্বশেষ আপডেট ০৫:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ রাখা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অনুমোদিত চূড়ান্ত বাজেটে এই সুযোগ আর রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রোববার (২২ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনবিআর চেয়ারম্যান বলেন, “বিভিন্ন মহলের আপত্তি ও দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বিধানটি বাতিল করা হয়েছে। ফলে কালো টাকা বৈধ করার আর কোনো সুযোগ থাকছে না।”

এছাড়া সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।

প্রথমে এই খাতে বরাদ্দ ছিল ৮১ হাজার ৭০০ কোটি টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা বেড়ে হয়েছে ৯১ হাজার ৭০০ কোটি টাকা।

অর্থ উপদেষ্টা আরও জানান, আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫.৫০ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৫০ শতাংশ।