ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কার্নিকে ৩৫ শতাংশের চিঠি পাঠালেন ট্রাম্প

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 179

ডোনাল্ড ট্রাম্প - মার্ক কার্নি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি ট্রাম্পের ২০টিরও বেশি শুল্ক হুমকিপূর্ণ চিঠির একটি, যা তিনি বিভিন্ন দেশের নেতাদের কাছে পাঠিয়েছেন।

কানাডা ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য ২১ জুলাই পর্যন্ত আলোচনা করছে। ট্রাম্পের এই নতুন চিঠি আলোচনার প্রক্রিয়ায় অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এর আগে কার্নি ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নতি হলেও এই সিদ্ধান্তে তা প্রভাবিত হয়েছে।

ট্রাম্প সম্প্রতি এনবিসিকে জানান, যেসব দেশ এখনও তার শুল্ক চিঠি পায়নি, তাদের ওপর ১৫ থেকে ২০ শতাংশ হারে শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। এছাড়া ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যদি ভালো চুক্তি না হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে পারস্পরিক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কার্নিকে ৩৫ শতাংশের চিঠি পাঠালেন ট্রাম্প

সর্বশেষ আপডেট ১০:২৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি ট্রাম্পের ২০টিরও বেশি শুল্ক হুমকিপূর্ণ চিঠির একটি, যা তিনি বিভিন্ন দেশের নেতাদের কাছে পাঠিয়েছেন।

কানাডা ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য ২১ জুলাই পর্যন্ত আলোচনা করছে। ট্রাম্পের এই নতুন চিঠি আলোচনার প্রক্রিয়ায় অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এর আগে কার্নি ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নতি হলেও এই সিদ্ধান্তে তা প্রভাবিত হয়েছে।

ট্রাম্প সম্প্রতি এনবিসিকে জানান, যেসব দেশ এখনও তার শুল্ক চিঠি পায়নি, তাদের ওপর ১৫ থেকে ২০ শতাংশ হারে শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। এছাড়া ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যদি ভালো চুক্তি না হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে পারস্পরিক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে।