ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 82

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল সানির কাছে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রথমেই নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন যে কাতারে হামাসকে লক্ষ্য করে চালানো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হয়েছে।

এতে আরও বলা হয়, জিম্মি আলোচনা চলাকালে হামাস নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত এ হামলার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এ বিষয়েও নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।

নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে কাতারি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হামলায় আপনার একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েল দুঃখিত। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ইসরায়েল কাতারিদের নয়, হামাসকে লক্ষ্য করেই অভিযান চালিয়েছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

সর্বশেষ আপডেট ০১:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল সানির কাছে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রথমেই নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন যে কাতারে হামাসকে লক্ষ্য করে চালানো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হয়েছে।

এতে আরও বলা হয়, জিম্মি আলোচনা চলাকালে হামাস নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত এ হামলার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এ বিষয়েও নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।

নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে কাতারি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হামলায় আপনার একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েল দুঃখিত। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ইসরায়েল কাতারিদের নয়, হামাসকে লক্ষ্য করেই অভিযান চালিয়েছে।’