ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কল্পনার উল্টো বাস্তবতা, ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২০:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 292

কল্পনার উল্টো বাস্তবতা, ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

বিশ্ব ফুটবলে যেকোনো কিছু সম্ভব—এ কথার সেরা উদাহরণ যেন হয়ে রইল ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। যেখানে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফাইনালে এসে বিধ্বস্ত হলো ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে থাকা ক্লাব চেলসির কাছে।

ম্যাচের শুরু থেকেই পিএসজির আধিপত্য থাকলেও গোল আদায় করে নেয় চেলসিই। ৩-০ ব্যবধানে জিতে নিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল ব্লুজরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমার্ধেই সব গোল আদায় করে নেয় চেলসি। ম্যাচের ২২তম ও ৩০তম মিনিটে কোল পালমার এবং ৪৩তম মিনিটে হোয়াও পেদ্রো গোল করে চেলসিকে জয় এনে দেন। তিনটি গোলই আসে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে—যেখানে পিএসজির রক্ষণভাগ পুরোপুরি অসহায় হয়ে পড়ে।

মজার বিষয়, ম্যাচ পরিসংখ্যানে এগিয়ে ছিল পিএসজিই। বল দখলে তারা নিয়ন্ত্রণে রাখে ৬৭ শতাংশ সময়, বিপরীতে চেলসি মাত্র ৩৩ শতাংশ বলের দখল রাখে। কিন্তু ফুটবলে গোলই শেষ কথা—আর সে গোলের দিক থেকেই চূড়ান্ত শ্রেষ্ঠত্ব দেখায় ইংলিশ ক্লাবটি।

চেলসির প্রধান কোচ এনজো মারেসকা পিএসজির রক্ষণভাগের দুর্বলতা চিহ্নিত করে সেই অনুযায়ী ম্যাচ পরিকল্পনা সাজান। বিশেষ করে লম্বা পাস ও দ্রুতগতির আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণব্যুহ ভেঙে ফেলে চেলসি।

পিএসজি যদিও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ছিল—লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে বিশ্বকাপে এসেছিল, কিন্তু ফাইনালে এসে তাদের হার মানতে হয়।

এদিকে চেলসি টুর্নামেন্টের পথে পরাজিত করে এসেছে সৌদি আরবের আল হিলাল ও ব্রাজিলের ফ্লুমিনেন্সে-এর মতো শক্তিশালী ক্লাবগুলোকে। তবে ফাইনালে এসে তারা যেন নতুন উচ্চতায় উঠেছিল। পুরো ম্যাচে আত্মবিশ্বাস, গতিময়তা ও পরিকল্পিত খেলায় তারা ইউরোপের সেরা ক্লাবকে পরাস্ত করেছে নিঃসন্দেহে।

এই জয়ে চেলসি আবারও প্রমাণ করল, বড় ম্যাচে তারা কতটা ভয়ংকর হতে পারে। আর কোল পালমার ও হোয়াও পেদ্রো যেন হয়ে উঠলেন চেলসির নতুন তারকা।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কল্পনার উল্টো বাস্তবতা, ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

সর্বশেষ আপডেট ১২:২০:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

বিশ্ব ফুটবলে যেকোনো কিছু সম্ভব—এ কথার সেরা উদাহরণ যেন হয়ে রইল ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। যেখানে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফাইনালে এসে বিধ্বস্ত হলো ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে থাকা ক্লাব চেলসির কাছে।

ম্যাচের শুরু থেকেই পিএসজির আধিপত্য থাকলেও গোল আদায় করে নেয় চেলসিই। ৩-০ ব্যবধানে জিতে নিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল ব্লুজরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমার্ধেই সব গোল আদায় করে নেয় চেলসি। ম্যাচের ২২তম ও ৩০তম মিনিটে কোল পালমার এবং ৪৩তম মিনিটে হোয়াও পেদ্রো গোল করে চেলসিকে জয় এনে দেন। তিনটি গোলই আসে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে—যেখানে পিএসজির রক্ষণভাগ পুরোপুরি অসহায় হয়ে পড়ে।

মজার বিষয়, ম্যাচ পরিসংখ্যানে এগিয়ে ছিল পিএসজিই। বল দখলে তারা নিয়ন্ত্রণে রাখে ৬৭ শতাংশ সময়, বিপরীতে চেলসি মাত্র ৩৩ শতাংশ বলের দখল রাখে। কিন্তু ফুটবলে গোলই শেষ কথা—আর সে গোলের দিক থেকেই চূড়ান্ত শ্রেষ্ঠত্ব দেখায় ইংলিশ ক্লাবটি।

চেলসির প্রধান কোচ এনজো মারেসকা পিএসজির রক্ষণভাগের দুর্বলতা চিহ্নিত করে সেই অনুযায়ী ম্যাচ পরিকল্পনা সাজান। বিশেষ করে লম্বা পাস ও দ্রুতগতির আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণব্যুহ ভেঙে ফেলে চেলসি।

পিএসজি যদিও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ছিল—লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে বিশ্বকাপে এসেছিল, কিন্তু ফাইনালে এসে তাদের হার মানতে হয়।

এদিকে চেলসি টুর্নামেন্টের পথে পরাজিত করে এসেছে সৌদি আরবের আল হিলাল ও ব্রাজিলের ফ্লুমিনেন্সে-এর মতো শক্তিশালী ক্লাবগুলোকে। তবে ফাইনালে এসে তারা যেন নতুন উচ্চতায় উঠেছিল। পুরো ম্যাচে আত্মবিশ্বাস, গতিময়তা ও পরিকল্পিত খেলায় তারা ইউরোপের সেরা ক্লাবকে পরাস্ত করেছে নিঃসন্দেহে।

এই জয়ে চেলসি আবারও প্রমাণ করল, বড় ম্যাচে তারা কতটা ভয়ংকর হতে পারে। আর কোল পালমার ও হোয়াও পেদ্রো যেন হয়ে উঠলেন চেলসির নতুন তারকা।