ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় মাদক বিক্রির দায়ে ২ যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
  • সর্বশেষ আপডেট ১২:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 12

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা বিক্রির দায়ে মো. তারেক রহমান (২২) ও হাসান রানা (২৬) নামের দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের আন্ধারমানিক নদীর সেতুর টোল পয়েন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই যুবককে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।

কলাপাড়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতদের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় মামলা দায়ের করে তাৎক্ষণিক বিচার কার্যক্রম শেষে এ দণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত ইয়াবা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত হলে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলাপাড়ায় মাদক বিক্রির দায়ে ২ যুবকের কারাদণ্ড

সর্বশেষ আপডেট ১২:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা বিক্রির দায়ে মো. তারেক রহমান (২২) ও হাসান রানা (২৬) নামের দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের আন্ধারমানিক নদীর সেতুর টোল পয়েন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই যুবককে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।

কলাপাড়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতদের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় মামলা দায়ের করে তাৎক্ষণিক বিচার কার্যক্রম শেষে এ দণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত ইয়াবা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত হলে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।”