কলম্বো টেস্টে হেরে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
- সর্বশেষ আপডেট ১২:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 132
শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। কলম্বোতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে শনিবার (২৮ জুন) সংবাদ সম্মেলনে নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
শান্ত বলেন, “আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ফরম্যাটে আমি আর নেতৃত্ব দিতে চাই না।”
নিজের এই সিদ্ধান্তকে ব্যক্তিগত কিছু নয় বলে উল্লেখ করে শান্ত বলেন, “এটা কোনো পারসোনাল কিছু না। আমি মনে করি, দলের জন্য ভালো হবে বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন দলের জন্য সবচেয়ে ভালো যেটা, সেটাই হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “একই সময়ে তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক থাকা একটু কঠিন হতে পারে। আমি চাই দলের মধ্যে স্থিরতা আসুক। সেখানেই যদি আমার সরে দাঁড়ানো দলের জন্য সহায়ক হয়, তাহলে আমি তা করতেই প্রস্তুত।”
সম্প্রতি ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও সরানো হয় শান্তকে। তার জায়গায় অধিনায়ক করা হয় মেহেদি হাসান মিরাজকে। এর আগেই শান্ত টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগী হতে।
বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক বক্তব্যে বলেছিলেন, শান্তর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়নি। বরং দল ও বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তেই এই পরিবর্তন এসেছে। শান্তও খেলোয়াড়সুলভ মানসিকতায় তা গ্রহণ করেছেন বলে জানান তিনি।
শান্তর নেতৃত্ব ছাড়ার ফলে এখন টেস্ট দলেও নতুন নেতৃত্ব আসছে—এমনটাই ধারণা করা হচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের মাঝে।































