কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে সংগীতশিল্পীসহ ছয়জন নিহত
- সর্বশেষ আপডেট ১০:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 45
কলম্বিয়ার মধ্য-পূর্বাঞ্চলে শনিবার (১০ জানুয়ারি) একটি বিমান বিধ্বস্ত হয়ে দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজসহ ছয়জনের প্রাণহানি ঘটেছে। আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি বোয়াকার পাইপা এলাকায় ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত বিমানে মেডেলিনে যাওয়ার পথে ইয়েসন জিমেনেজ ও তার দল পাইপায় পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। তাঁকে সেই রাতেই মারিনিলায় আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপা ও ডুইকাম এলাকার মধ্যবর্তী স্থানে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই রানওয়ের শেষ প্রান্তে পড়ে যায়। একটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার কয়েক মিনিট আগে বিমানটি রানওয়েতে ট্যাক্সি চালিয়ে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কারিগরি দুর্ঘটনা তদন্ত অধিদপ্তর প্রমাণ সংগ্রহসহ আনুষ্ঠানিক অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছে।



































