ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশি ছবি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 66

কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশি ছবি

নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসর। তবে এ বছরও উৎসবে পর্দায় দেখা যাবে না কোনো বাংলাদেশি ছবি। ফলে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

৬ নভেম্বর থেকে শুরু হতে চলা এই উৎসবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষিত তালিকা অনুযায়ী ৩৯টি দেশের মোট ২১৫টি ছবি প্রদর্শিত হবে। তালিকায় রয়েছে ভারত, তুরস্ক, পোল্যান্ড, ইরাক, ফিলিস্তিন ও জার্মানির মতো দেশ—কিন্তু নেই বাংলাদেশের নাম।

কিছু মহল মনে করছেন, এর পেছনে রাজনৈতিক টানাপোড়েনও প্রভাব ফেলতে পারে। ২০২৪ সাল থেকে প্রতিবেশী দেশের চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য পিটিআই-কে জানান, “বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি ছবি জমা পড়েছিল—তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু দুঃখজনকভাবে এটি আমাদের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি। সিদ্ধান্তটি আমাদের জন্যও সহজ ছিল না।”

উল্লেখ্য, ২০২২ সালে মো. কাইয়ুমের ‘কুড়া অক্ষির শূন্যে উরা’ ছবিটি আন্তর্জাতিক বিভাগের সেরা ছবি হিসেবে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড জিতেছিল। তখনই দুই দেশের চলচ্চিত্র বিনিময় আরও বাড়বে বলে আশা করা হয়েছিল। কিন্তু পরপর দুই বছর কোনো বাংলাদেশি ছবি উৎসবের অংশ না হওয়ায় হতাশ চলচ্চিত্রপ্রেমীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশি ছবি

সর্বশেষ আপডেট ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসর। তবে এ বছরও উৎসবে পর্দায় দেখা যাবে না কোনো বাংলাদেশি ছবি। ফলে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

৬ নভেম্বর থেকে শুরু হতে চলা এই উৎসবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষিত তালিকা অনুযায়ী ৩৯টি দেশের মোট ২১৫টি ছবি প্রদর্শিত হবে। তালিকায় রয়েছে ভারত, তুরস্ক, পোল্যান্ড, ইরাক, ফিলিস্তিন ও জার্মানির মতো দেশ—কিন্তু নেই বাংলাদেশের নাম।

কিছু মহল মনে করছেন, এর পেছনে রাজনৈতিক টানাপোড়েনও প্রভাব ফেলতে পারে। ২০২৪ সাল থেকে প্রতিবেশী দেশের চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য পিটিআই-কে জানান, “বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি ছবি জমা পড়েছিল—তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু দুঃখজনকভাবে এটি আমাদের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি। সিদ্ধান্তটি আমাদের জন্যও সহজ ছিল না।”

উল্লেখ্য, ২০২২ সালে মো. কাইয়ুমের ‘কুড়া অক্ষির শূন্যে উরা’ ছবিটি আন্তর্জাতিক বিভাগের সেরা ছবি হিসেবে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড জিতেছিল। তখনই দুই দেশের চলচ্চিত্র বিনিময় আরও বাড়বে বলে আশা করা হয়েছিল। কিন্তু পরপর দুই বছর কোনো বাংলাদেশি ছবি উৎসবের অংশ না হওয়ায় হতাশ চলচ্চিত্রপ্রেমীরা।