ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সর্বশেষ আপডেট ০২:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 54

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় দায়িত্ব পালনরত অবস্থায় উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

মৃত এসআই আসাদুজ্জামান নীলফামারীর সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মো. হামিদুল হকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ তীব্র বুকব্যথা অনুভব করেন। সহকর্মীদের জানালে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের কাছে তিনি ছিলেন শান্ত, পরিশ্রমী ও দায়িত্বশীল এক পুলিশ সদস্য। ওসি আশরাফুল ইসলাম বলেন, “হঠাৎ একজন সহকর্মীকে এভাবে হারানো অত্যন্ত কষ্টের। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

সর্বশেষ আপডেট ০২:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় দায়িত্ব পালনরত অবস্থায় উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

মৃত এসআই আসাদুজ্জামান নীলফামারীর সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মো. হামিদুল হকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ তীব্র বুকব্যথা অনুভব করেন। সহকর্মীদের জানালে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের কাছে তিনি ছিলেন শান্ত, পরিশ্রমী ও দায়িত্বশীল এক পুলিশ সদস্য। ওসি আশরাফুল ইসলাম বলেন, “হঠাৎ একজন সহকর্মীকে এভাবে হারানো অত্যন্ত কষ্টের। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।”