ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬ জন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 206

করোনা ভাইরাস (ফাইল ছবি)

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৩ জনে।

একই সময়ের মধ্যে আরও ৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

এর আগে শনিবার (১৪ জুন) ১৩৯টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়, তবে কোনো মৃত্যু হয়নি।

উল্লেখযোগ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিনে সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যু ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬ জন

সর্বশেষ আপডেট ১০:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৩ জনে।

একই সময়ের মধ্যে আরও ৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

এর আগে শনিবার (১৪ জুন) ১৩৯টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়, তবে কোনো মৃত্যু হয়নি।

উল্লেখযোগ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিনে সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যু ঘটে।