করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৭
- সর্বশেষ আপডেট ০৮:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 280
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে ২০২৫ সালে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে ১৮১টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এ বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে।
মৃতদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং অন্যজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন চট্টগ্রাম বিভাগে এবং অন্যজন সিলেট বিভাগে মারা গেছেন।
আঞ্চলিকভাবে শনাক্তদের মধ্যে ঢাকায় ১৫৬টি নমুনা পরীক্ষায় ৪ জন, চট্টগ্রামে ২০টি নমুনায় ২ জন এবং ময়মনসিংহে ৩টি নমুনায় ১ জন করোনা পজিটিভ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত মারা যাওয়া ২২ জনের মধ্যে ১২ জন নারী এবং ১০ জন পুরুষ। চলতি বছর মৃত্যুহার ১.৪৪ শতাংশ এবং শনাক্ত হার ৩.৮৭ শতাংশ।
সারাদেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। আর ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।
সিলেট থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে একজন করোনা রোগী মারা গেছেন। সেখানে বর্তমানে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছেন।































