সংবাদ সম্মেলনে প্রার্থীরা
কম ভোটারে রাকসু নির্বাচন ‘প্রশ্নবিদ্ধ ও প্রহসনের’
- সর্বশেষ আপডেট ০২:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 70
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য, ডেপুটি রেজিস্ট্রারসহ কয়েকজন শিক্ষককে ‘হেনস্তা’ করার ঘটনায় জড়িতদের বিচার এবং শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধার (পোষ্য কোটা) দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন চলছে। ক্যাম্পাসে এমন অস্থিতিশীল পরিবেশে ক্লাস-পরীক্ষা বন্ধ এবং পূজার ছুটি সামনে রেখে শিক্ষার্থীরা হল ও মেস ছেড়ে যাচ্ছে। এই অবস্থায় তুলনামূলক কম ভোটারের উপস্থিতিতে রাকসু নির্বাচন হলে সেটি ‘প্রশ্নবিদ্ধ ও প্রহসনের’ হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, ‘রাকসু ফর র্যাডিকাল চেঞ্জ’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘ইউনাইটেড ফর রাইটস’ ও স্বতন্ত্র প্রার্থীরা এই বার্তা দিয়েছেন।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে দ্রুত ‘পোষ্য কোটা’ সমাধানের দাবিও জানিয়েছেন চারটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ।
দাবিগুলো হলো- লেভেল প্লেয়িং ফিল্ড রেখে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে, ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব কিছু বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে রাকসু নির্বাচন হতে দিতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ এর সহসভাপতি (ভিপি) প্রার্থী তাসিন খান।
































