ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কমিশন নিরপেক্ষভাবে আপিল শুনানি শেষ করেছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 53

প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে এবং দেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের শর্তও শিথিল করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) টানা নয়দিনের আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, “অনেকেই হয়তো সমালোচনা করবেন, কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করেছি। কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমরা বিচার-বিবেচনা ও মহান আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি।”

তিনি আরও উল্লেখ করেন, প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশংসনীয় ছিল। সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে বসা প্রার্থীদের এই সহযোগিতার জন্য কমিশন কৃতজ্ঞ। নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “যেসব ঋণ খেলাপিকে ছাড় দিয়েছি, তা কিছুটা কষ্ট নিয়েই দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করতে বাধ্য হয়েছি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কমিশন নিরপেক্ষভাবে আপিল শুনানি শেষ করেছে: সিইসি

সর্বশেষ আপডেট ০৯:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে এবং দেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের শর্তও শিথিল করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) টানা নয়দিনের আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, “অনেকেই হয়তো সমালোচনা করবেন, কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করেছি। কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমরা বিচার-বিবেচনা ও মহান আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি।”

তিনি আরও উল্লেখ করেন, প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশংসনীয় ছিল। সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে বসা প্রার্থীদের এই সহযোগিতার জন্য কমিশন কৃতজ্ঞ। নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “যেসব ঋণ খেলাপিকে ছাড় দিয়েছি, তা কিছুটা কষ্ট নিয়েই দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করতে বাধ্য হয়েছি।”