ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
দাবি সালাউদ্দিনের

কমিশন ও সরকার হাত দিয়ে গোল দিয়েছে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 84

সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মানুষ যদি খেতে না পারে, তাহলে “বারা ভাতে ছাই” খাবে—এ রকম অবস্থা জনগণ মেনে নেবে না। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনের বদলে রেফারির ভূমিকায় থেকে ক্ষমতাসীনদের সুবিধাজনক কাজ করেছে—অর্থাৎ “হাত দিয়ে গোল দিয়েছে।”

শনিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ করে কেউ আমেরিকায় গিয়েছেন—এ বিষয়ে রাষ্ট্রের নৈতিক দায় আছে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হবে না, তবু জনগণের চাওয়াকে রক্ষা করার পক্ষে বিএনপি সমর্থন জানাচ্ছে।

তিনি যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ৭ নভেম্বরই দেশে বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা ঘটেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনীতি মিথ্যায় ভরা; তারা কখনই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেনি।

সালাহউদ্দিন দর্শকদের উদ্দেশ্যে বলেন, বিএনপি সরকারকে সুষ্ঠু নির্বাচন পর্যন্ত তাদের সীমারেখা মেনে চলবে এবং যে কোনো আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকবে, কিন্তু কোনো এক পক্ষকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না। তিনি নির্বাচন কমিশনকে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে তফসিল ঘোষণা করার আহ্বানও জানান।

তিনি কটাক্ষ করে বলেন, ভারতে বসে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘোষণা “পাগলের প্রলাপ” — শক্তি থাকলে তারা ভারতে পালাতে হতো না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাবি সালাউদ্দিনের

কমিশন ও সরকার হাত দিয়ে গোল দিয়েছে

সর্বশেষ আপডেট ০৮:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মানুষ যদি খেতে না পারে, তাহলে “বারা ভাতে ছাই” খাবে—এ রকম অবস্থা জনগণ মেনে নেবে না। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনের বদলে রেফারির ভূমিকায় থেকে ক্ষমতাসীনদের সুবিধাজনক কাজ করেছে—অর্থাৎ “হাত দিয়ে গোল দিয়েছে।”

শনিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ করে কেউ আমেরিকায় গিয়েছেন—এ বিষয়ে রাষ্ট্রের নৈতিক দায় আছে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হবে না, তবু জনগণের চাওয়াকে রক্ষা করার পক্ষে বিএনপি সমর্থন জানাচ্ছে।

তিনি যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ৭ নভেম্বরই দেশে বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা ঘটেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনীতি মিথ্যায় ভরা; তারা কখনই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেনি।

সালাহউদ্দিন দর্শকদের উদ্দেশ্যে বলেন, বিএনপি সরকারকে সুষ্ঠু নির্বাচন পর্যন্ত তাদের সীমারেখা মেনে চলবে এবং যে কোনো আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকবে, কিন্তু কোনো এক পক্ষকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না। তিনি নির্বাচন কমিশনকে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে তফসিল ঘোষণা করার আহ্বানও জানান।

তিনি কটাক্ষ করে বলেন, ভারতে বসে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘোষণা “পাগলের প্রলাপ” — শক্তি থাকলে তারা ভারতে পালাতে হতো না।