কণার বিচ্ছেদের ঘোষণা, স্বামীর পাল্টা মন্তব্যে তৈরি বিভ্রান্তি
- সর্বশেষ আপডেট ১১:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 404
জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা হঠাৎ করেই ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন এক বার্তায় বিচ্ছেদের কথা জানান তিনি। তবে তার এই ঘোষণার পরপরই কণার স্বামী মো. ইফতেখার গহিন উল্টো দাবি করেন, “আমাদের বিচ্ছেদ হয়নি।”
গহিন নিজের ফেসবুকে কণাকে মেনশন করে লেখেন, “যারা কনাকে নিয়ে বাজে সংবাদ ছড়াচ্ছেন, তারা কুচক্রী ও কুরুচিপূর্ণ মানসিকতার মানুষ।” তিনি আরও জানান, কিছু পারিবারিক সমস্যা থাকলেও তারা তা সমাধানের চেষ্টা করছেন। গহিন বলেন, “আল্লাহ না করুন যদি আলাদা হতে হয়, তার পেছনে থাকবে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব।”
তিনি হুঁশিয়ার করে দেন, কোনো পরকীয়া কিংবা মিথ্যা তথ্য ছড়ানো হলে আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবেন। তবে পরবর্তীতে তার ওই পোস্টটি মুছে ফেলা হয়।
এই পুরো ঘটনায় কণা নতুন করে আর কোনো মন্তব্য না করায়, ভক্তদের মাঝে ধোঁয়াশা তৈরি হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেন কণা।
































