শিরোনাম
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 64
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছে, ৫টা ২২ মিনিটে খবর পেয়ে আগুন নেভাতে রওনা দিয়েছে ১১টি ইউনিট। তবে যানজটের কারণে এখনো আগুন নেভাতে যাওয়া গাড়িগুলো পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।
তাতক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বস্তির বেশ বড় অংশ জুড়ে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে।






































