মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত দোয়া মাহফিলে তারেক রহমান তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমরা আপনাদের জন্য রাজনীতি করি। এর আগে দেশ পরিচালনার সময় মানুষের জন্য যা সম্ভব করেছি, তা করেছি।”
তিনি কড়াইলবাসীর কষ্টের বিষয়টি উল্লেখ করে জানান, “আপনাদের মাথা গোঁজার জায়গার সমস্যা সমাধান করতে চাই। এখানে উচ্চমানের বহুতল ভবন নির্মাণ করে প্রতিটি বাসিন্দার নামে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে। যারা বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন, তাদের হাতে সরাসরি এগুলো হস্তান্তর করা হবে।”
শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়েও তারেক রহমান প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আপনারা যাতে সন্তানদের লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসার সুযোগ দিতে পারেন, সেজন্য এখানে ক্লিনিক ও হাসপাতাল থাকবে। স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও পরিকল্পনা আছে।”
নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বিষয়ে তিনি জানান, “মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যাতে তারা শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারে। তবে সব কিছু আল্লাহর রহমতের ওপর নির্ভর করবে।”
নিজের আবেগ ভাগ করে তিনি বলেন, “আমি নিজেও এই এলাকার সন্তান। স্বৈরাচারের সময় যেভাবে বাড়ি ধ্বংস হয়েছিল, তা আমার চোখের সামনের ঘটনা। এখন আমি গুলশানে থাকি, কিন্তু আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।”
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
































