‘কটাক্ষকারী’ সেই তরুণীর পক্ষে আদালতে লড়তে চান ফজলুর
- সর্বশেষ আপডেট ০৬:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 83
বিএনপি থেকে পদ স্থগিত আলোচিত-সমালোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে হ্যান্ডমাইকে তার নাম ধরে ডাকাডাকি করা এবং তাকে কটাক্ষ করে নানা স্লোগান দেওয়া ফারজানা তমা নামে সেই তরুণীর পক্ষে আদালতে লড়তে চান তিনি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ফজলুর রহমান।
তিনি বলেন, ‘যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে, ফজু পাগলা গ্রেফতার না হলে যাবো না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। এখন তাকে আমার ছাড়াতে হবে।’
ফজলুর রহমান বলেন, ‘আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব। আমি ছাড়াবো না কেন, এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই।’
তার অভিযোগ, ‘জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি।’
প্রসঙ্গত, একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে গিয়ে জুলাই যোদ্ধাদের ‘কালো শক্তি’ বলার জেরে ফজলুর রহমানের বিরুদ্ধে ফুঁসে ওঠে নানা মহল। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার যে পদে ছিলেন, তিন মাসের জন সেটি স্থগিত করা হয়। সেসময় ফজলুর রহমানের বাসার সামনেও তার শাস্তির দাবিতে বিক্ষোভ করে অনেকে। সেখানে হ্যান্ডমাইক হাতে ফারজানা তমা নামে ওই তরুণী ফজলুর রহমানের নাম ধরে ডাকাডাকি করেন এবং তাকে কটাক্ষ করে নানা স্লোগান দেন। সেই তরুণীকে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার।
































