কওমি মাদরাসা আমাদের হৃদয় ও কলিজা: জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০৭:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 10
জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কওমি মাদরাসা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই, এটি শুধু একটি মিথ্যাচার।
রাজধানীর পল্লবীতে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে তিনি বলেন, “কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। তারা ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছেন। আমরা তাদের সঙ্গে পরামর্শ ও ডায়ালগের মাধ্যমে শিক্ষার উৎকর্ষ নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, মসজিদ পরিচালনায় ইমাম ও খতিবদের মর্যাদা নিশ্চিত করা হবে, তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। ডা. শফিকুর রহমান জনগণের পক্ষে দাঁড়িয়ে বলেন, “আমি ১৮ কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছি, যাদের অনেককে বছরের পর বছর গুম করা হয়েছিল। অনেকের ভাগ্যে কী ঘটেছে তা আজও অজানা।”
জামায়াত আমির শহীদদের হত্যাকাণ্ডের বিচার না হওয়াকে দেশের জন্য লজ্জাজনক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আবরার ফাহাদ, আবু সাঈদ ও ওসমান হাদির মতো শহীদদের হত্যার বিচার এখনো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি, এবং যদি তা না হয়, এ দেশে আর বীর সন্তান জন্ম নেবে না।



































