ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৩:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 84

ওসমান হাদির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করলেন আসিফ মাহমুদ

মহান বিজয় দিবস উপলক্ষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পক্ষ থেকে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা-১০ আসনের প্রার্থী ও অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, আজ ঢাকা-১০ আসনের জনগণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি তাদের সহযোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং তিনি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। আশাবাদ ব্যক্ত করে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবেন এবং ভবিষ্যতে যেন কোনো বিজয় দিবস এমন কষ্টের স্মৃতি নিয়ে পালন করতে না হয়, সেই প্রত্যাশাই সবার।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে, জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতে এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করতে গুপ্তহত্যার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি এ ধরনের আরও হামলার হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আসিফ মাহমুদ বলেন, ইতিহাস থেকে জানা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী যেমন দেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করেছিল, ঠিক তেমনি পরাজয়ের পরও একটি নিষিদ্ধ রাজনৈতিক শক্তি একই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। এই ঐক্যের মাধ্যমেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি আর ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখতে পারবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ওসমান হাদির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করলেন আসিফ মাহমুদ

সর্বশেষ আপডেট ০৩:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পক্ষ থেকে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা-১০ আসনের প্রার্থী ও অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, আজ ঢাকা-১০ আসনের জনগণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি তাদের সহযোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং তিনি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। আশাবাদ ব্যক্ত করে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবেন এবং ভবিষ্যতে যেন কোনো বিজয় দিবস এমন কষ্টের স্মৃতি নিয়ে পালন করতে না হয়, সেই প্রত্যাশাই সবার।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে, জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতে এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করতে গুপ্তহত্যার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি এ ধরনের আরও হামলার হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আসিফ মাহমুদ বলেন, ইতিহাস থেকে জানা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী যেমন দেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করেছিল, ঠিক তেমনি পরাজয়ের পরও একটি নিষিদ্ধ রাজনৈতিক শক্তি একই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। এই ঐক্যের মাধ্যমেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি আর ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখতে পারবে না।