ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতে সড়ক অবরোধ
- সর্বশেষ আপডেট ০৭:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 115
ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা–ঝালকাঠি মহাসড়কের কলেজ মোড় এলাকায় জুলাই যোদ্ধা, এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন।
গুলিবিদ্ধ ওসমান হাদি ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ফেরিঘাট মহল্লার মরহুম শরীফ মাওলানা আব্দুল হাদীর ছেলে।
অবরোধ শুরু হওয়ার পর দুই দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচির কারণে ঢাকা, বরিশাল, খুলনাসহ নানা রুটের দূরপাল্লার বাস এবং শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে।
বিক্ষোভকারীদের অভিযোগ, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন—২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের দাবি, দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।
অবরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদের কর্মীরাও অংশ নেন।
বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে। আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরে আসে।


































