মেডিকেল বোর্ড
ওসমান হাদির অবস্থা এখনও গুরুতর
- সর্বশেষ আপডেট ০৬:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 133
দুর্বৃত্তের গুলিতে মারাত্মকভাবে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি। তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ফুসফুসে ইনজুরি রয়েছে, তবে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে।
মেডিকেল বোর্ড জানিয়েছে, ইতোমধ্যেই সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
ফুসফুসে ইনজুরির কারণে চেস্ট ড্রেইন টিউব ব্যবহার করা হচ্ছে এবং সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট চালু রাখা হয়েছে। রক্তক্ষরণ ও রক্ত জমাট বাঁধার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা লক্ষ্য করা হচ্ছে, যা নিয়ন্ত্রণে রাখতে সাপোর্ট অব্যাহত থাকবে।
মেডিকেল বোর্ড রোগীর ভাই ও নিকটাত্মীয়দের অবহিত করেছেন এবং হাসপাতলে অপ্রয়োজনীয় ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের তথ্যের প্রতি আস্থা রাখারও আহ্বান জানানো হয়েছে।




































