ওষুধ কোম্পানির কৌশল নিয়ে সমালোচনা স্বাস্থ্য উপদেষ্টার
- সর্বশেষ আপডেট ০২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 78
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ওষুধ কোম্পানিগুলো নানা কৌশল অবলম্বন করে নিজেদের স্বার্থ হাসিল করছে এবং এর মাধ্যমে বিপুল মুনাফা অর্জন করছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানীর একটি পূজামণ্ডপ ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নুরজাহান বেগম বলেন, তামাক আমাদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। যদি এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ আনা যায়, তাহলে চিকিৎসা খাতে ব্যক্তিগত পকেট থেকে ব্যয়ের চাপ অনেকটা কমবে। বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ক্যানসারের মতো অসংক্রামক রোগ চিকিৎসা ব্যয় বাড়ানোর মূল কারণ হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধ শুধু সরকারের দায়িত্ব নয়—এটি সমাজের সবার দায়িত্ব। এ রোগ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। জনগণ সচেতন হলে রোগের বিস্তার ও এর খরচ উভয়ই কমানো সম্ভব। গণমাধ্যমকর্মীদেরও উচিত এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখা।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার উপস্থিত ছিলেন।
































