ওয়ানডে স্কোয়াডে ফিরলেন নাঈম-লিটন
- সর্বশেষ আপডেট ১২:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 223
চার মাস বিরতির পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার দলকে চাপে ফেলেছিল। এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বে পরিবর্তন এনে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
দলে চমক হিসেবে ফিরেছেন দুই ওপেনার—লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও এবার জায়গা পেয়েছেন লিটন। অন্যদিকে প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নাঈম, যিনি ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন। পুরোনো চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।
এদিকে, টেস্ট সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ দল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোতে। এরপর একই ভেন্যুতে ২ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
অবসর নেওয়া মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা পূরণে স্কোয়াডে আনা হয়েছে নতুন ভারসাম্য। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও ইনজুরিতে থাকা সৌম্য সরকার। পেস আক্রমণে থাকছেন তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন রিশাদ (রিস্ট স্পিনার), তানভীর ইসলাম (বাঁহাতি স্পিনার)।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড (শ্রীলঙ্কার বিপক্ষে):
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
































