ওয়ানডে দলের নতুন অধিনায়ক হচ্ছেন মিরাজ
- সর্বশেষ আপডেট ০৬:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 258
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সীমিত ওভারের ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত সরে দাঁড়ানোর পর টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। তবে ওয়ানডের অধিনায়কত্ব ছিল অনিশ্চিত। এবার সেই শূন্যতা পূরণ করতে যাচ্ছেন অলরাউন্ডার মিরাজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, মিরাজকে প্রাথমিকভাবে এক বছরের জন্য ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হচ্ছে। যদিও এর আগেও তিনি অধিনায়কত্ব করেছেন—গত ডিসেম্বরে শান্ত ইনজুরির কারণে অনুপস্থিত থাকায় তিনি দায়িত্ব পালন করেন।
আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মিরাজই থাকছেন নেতৃত্বে। সফরে বাংলাদেশ আরও খেলবে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। সফরের জন্য বাংলাদেশ দল আগামীকাল রওনা দেবে লঙ্কার উদ্দেশে।
মিরাজের অধিনায়কত্ব পাওয়ার ফলে তিন ফরম্যাটে বাংলাদেশ দল তিন ভিন্ন নেতার অধীনে খেলবে—টেস্টে শান্ত, টি-টোয়েন্টিতে লিটন, আর ওয়ানডেতে মিরাজ।
সফরে যাওয়ার আগে আজ এক সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা তো বিশাল এক স্বপ্ন। তবে এত দূরের কথা এখন ভাবলে তা বোকামি হবে। আমাদের সামনে এখন যা আছে, সেটাই বাস্তবতা।”
































