ওমানের ওয়ার্ক ভিসা চালু হচ্ছে শিগগিরই
- সর্বশেষ আপডেট ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 16
আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওমানের ওয়ার্ক ভিসা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় তিনি অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন।
সাক্ষাতে উপদেষ্টা ওমানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মী- যেমন প্রকৌশলী, চিকিৎসক ও নার্স- প্রবেশের সুযোগ বাড়াতে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য জারি থাকা ভিসা স্থগিতাদেশ পর্যালোচনার অনুরোধ জানান।
জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, বিদ্যমান অনিয়মিত প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দিয়ে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে তিনি আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে।
এ ছাড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকটি স্বাক্ষরের জন্যও তিনি ওমানের শ্রমমন্ত্রীকে আমন্ত্রণ জানান।































