ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 121

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগীম ২০ থেকে ২১ নভেম্বরের মধ্যে সৌদি আরবে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওমরা সম্পন্ন করে তিনি পুনরায় লন্ডনে ফিরে যাবেন।

রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তিনি জানান, তারেক রহমান ২০ থেকে ২১ নভেম্বরের মধ্যে সৌদি আরবে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওমরা সম্পন্ন করে তিনি পুনরায় লন্ডনে ফিরে যাবেন।

বাংলাদেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ফজলে এলাহী আকবর বলেন, ‘ওমরা শেষে তিনি নভেম্বরের শেষ ভাগে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফিরতে পারেন। তবে সঠিক তারিখ এখনো নির্ধারিত হয়নি।’

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির এক সদস্য জানিয়েছেন, ২৩ নভেম্বরের দিকটিকে সম্ভাব্য সময় ধরে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে এবং সরকারি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তিনি আরও জানান, তারেক রহমানের ব্যবহারের জন্য জাপান থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি দেশে আনার প্রক্রিয়া চলছে।

দেশে ফেরার পর তিনি গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কের বাড়িতে অবস্থান করবেন। এই বাড়িটি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগীম ২০ থেকে ২১ নভেম্বরের মধ্যে সৌদি আরবে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওমরা সম্পন্ন করে তিনি পুনরায় লন্ডনে ফিরে যাবেন।

রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তিনি জানান, তারেক রহমান ২০ থেকে ২১ নভেম্বরের মধ্যে সৌদি আরবে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওমরা সম্পন্ন করে তিনি পুনরায় লন্ডনে ফিরে যাবেন।

বাংলাদেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ফজলে এলাহী আকবর বলেন, ‘ওমরা শেষে তিনি নভেম্বরের শেষ ভাগে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফিরতে পারেন। তবে সঠিক তারিখ এখনো নির্ধারিত হয়নি।’

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির এক সদস্য জানিয়েছেন, ২৩ নভেম্বরের দিকটিকে সম্ভাব্য সময় ধরে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে এবং সরকারি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তিনি আরও জানান, তারেক রহমানের ব্যবহারের জন্য জাপান থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি দেশে আনার প্রক্রিয়া চলছে।

দেশে ফেরার পর তিনি গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কের বাড়িতে অবস্থান করবেন। এই বাড়িটি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল।