ঐকমত্য কমিশনের ব্যর্থতা সবারই ব্যর্থতা: আলী রীয়াজ
- সর্বশেষ আপডেট ১০:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 174
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলরুমে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নিয়ে সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “কমিশন ব্যর্থ হলে সেই ব্যর্থতা শুধু কমিশনের নয়, আমাদের সবার।”
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে অনুষ্ঠিত আলোচনার ১৪তম দিনে তিনি বলেন, “কমিশন কোনও আলাদা সত্তা নয়। এটি আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণের একটি প্রক্রিয়া। এখানে যদি আমরা ব্যর্থ হই, সেটি আমাদের সামষ্টিক ব্যর্থতা।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আলী রীয়াজ বলেন, “যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, তা দলগুলোরও সমান। কমিশনের ভূমিকা সমন্বয়কের, সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব রাজনৈতিক নেতাদের।”
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি দলগুলোকে আলোচনায় এক জায়গায় আনতে। আজ এবং আগামী কয়েক দিনের মধ্যেই আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”

আলোচনায় আজ বিশেষভাবে গুরুত্ব পায় দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ ও নারীদের জন্য সংরক্ষিত আসনের নির্বাচন পদ্ধতি। এ দুটি ইস্যুতে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছার কথা রয়েছে।
আজকের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আলী রীয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দার।
কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।
আলোচনা পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সামগ্রিক রাজনৈতিক অচলাবস্থা নিরসনে কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সময়সীমার মধ্যে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হয়।
এছাড়া দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি এবং আলোচনার জায়গা সম্প্রসারণে কমিশনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয়।
অধ্যাপক আলী রীয়াজ শেষে বলেন, “এই দেশ আমাদের সবার। দায়িত্বও সবার। এককভাবে কোনো পক্ষ সফল বা ব্যর্থ হতে পারে না।”
































