ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোল, ওয়াকআউট
- সর্বশেষ আপডেট ০৫:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 129
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামীর নেতাদের অতিরিক্ত সময় ও অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলে হট্টগোলের পর অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণফোরামসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বুধবার (১৮ জুন) বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংলাপে হট্টগোল শুরু হয় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শেষে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বক্তব্য শুরু করলে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চিৎকার করে সংলাপস্থল ত্যাগ করেন।
সংলাপ ত্যাগের সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “এখানে কিসের সংলাপ হচ্ছে? কার সঙ্গে সংলাপ করবো? তারা যা ইচ্ছা তাই করছে।”
এরপর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ আরও দুজন প্রতিনিধি বেরিয়ে যান। বাইরে এসে মিজানুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে সংলাপে ফেরার অনুরোধ জানান ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। একই সময়ে রুহিন হোসেন প্রিন্স ও সেলিম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করে বলেন, “জামায়াতের তিনজন নেতা কথা বলেছেন। আমাদের একজন নেতা কথা বলতে গেলে তাকে বাধা দেওয়া হয়। আমরা প্রতিবাদ জানিয়েছি। পরে আয়োজকরা বিষয়টি নোট নিয়েছেন, তাই আমরা সংলাপে ফিরে যাচ্ছি।”
শাহাদাত হোসেন সেলিম বলেন, “আমরা কথা বলতে গেলে থামিয়ে দেওয়া হয়। অথচ জামায়াতের পক্ষ থেকে অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়া হচ্ছিল। তখন আমি বলেছিলাম, এই কথাগুলো প্রাসঙ্গিক নয়। তার জবাবে তিনি বলেন, ‘আপনি কতজনকে প্রতিনিধিত্ব করেন?’”
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন সাম্প্রতিক রাজনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার ও গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে।































