এস্তেভাও ম্যাজিকে ম্লান বার্সা, ১৮ বছরেই দারুণ উত্থান
- সর্বশেষ আপডেট ০১:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 58
এস্তেভাও উইলিয়ানের জন্য সময়টা সত্যিই স্বপ্নের মতো কাটছে। মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড শেষ ১০ ম্যাচে করেছেন ৬ গোল-ক্লাব কিংবা জাতীয় দল, যেখানেই সুযোগ পান, দারুণভাবে তা কাজে লাগাচ্ছেন।
স্ট্যামফোর্ড ব্রিজে আজ বার্সেলোনাকে পরাস্ত করার ম্যাচে চেলসির দ্বিতীয় গোলটি আসে তাঁর পা থেকে। শুরুর একাদশে নামা এস্তেভাও প্রায় ৮৩ মিনিট মাঠে ছিলেন। গোল ছাড়াও বার্সেলোনার পোস্টমুখে ২টি শট নেন তিনি। তাঁর পা থেকে আসে ৪৮টি পাস, যার ৮৩ শতাংশই ছিল সফল। পাশাপাশি ম্যাচে ৩টি ডুয়েল জিতে নিজের পারফরম্যান্স আরও উজ্জ্বল করে তোলেন এই প্রতিভাবান ব্রাজিলিয়ান।
ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। এস্তেভাও বলেন, “এ অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। আজকের রাতটা ছিল অসাধারণ। যা কিছু ঘটেছে, সবকিছুর জন্য আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ।”
নিজের গোলটি নিয়ে তিনি বলেন, “সবকিছু এত দ্রুত ঘটেছে যে বুঝতেই পারিনি। শুধু সামান্য ফাঁকা জায়গা পেয়েছিলাম, আর সেটাকেই কাজে লাগিয়ে দলকে এগিয়ে দিই। আমার ক্যারিয়ারের জন্য এটি খুব বিশেষ মুহূর্ত। আশা করি সামনে আরও গোল করতে পারব।”
তিনি আরও যোগ করেন, “এটা সম্ভবত আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর মুহূর্ত। অনেক বছর ধরে গোল করে যেতে চাই। আর আজকের ম্যাচে পরিবার পাশে ছিল, এজন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”


































