এসি রুম নয়, রাজনীতি হবে কাদা-জল মাড়িয়ে: মাসউদ
- সর্বশেষ আপডেট ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 153
বাংলাদেশের রাজনীতিকে মাঠের রাজনীতিতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, “এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নেই।” তিনি জানান, তারা এমন এক রাজনীতি চায় যা সরাসরি মানুষের পাশে দাঁড়াবে, কাদামাটি পেরিয়ে, নদীর তীরে, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধনী সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রকল্পের শুভসূচনা হয়।
সভায় আব্দুল হান্নান মাসউদ বলেন, “আমি আজ বৃষ্টির মধ্যে এসেছি, তার মানে এটাই—নেতা হতে হলে বৃষ্টির মধ্যে আসতে হবে, কাদার মধ্যে হাঁটতে হবে। বড় বড় নেতার ঘরে ঢুকে হাত-পা ধরে আর রাজনীতি করার সময় নেই। যারা এসি রুমে বসে ক্ষমতা চায়, তাদের দিন শেষ।”
তিনি আরও বলেন, “রাজনীতি মানে মাঠে নামা, ভূমিহীনদের পাশে দাঁড়ানো, নদীভাঙনের বিরুদ্ধে লড়াই করা, রাস্তাঘাটের কাজ করা। কিন্তু সেই কাজ থেকে চাঁদা খাওয়ার সুযোগ নেই। রাজনীতি করতে হলে মানুষের জন্য কাজ করতে হবে—লোক দেখানো বক্তৃতা আর লোক ঠকানো রাজনীতি নয়।”
হান্নান মাসউদ অভিযোগ করেন, “অনেকে আমাদের এনসিপিকে ভুয়া বলে স্লোগান দেয়। আমি বলি, এনসিপি কি করেছে, সেটা হাতিয়ার মানুষ জানে। ভূমিহীনদের জমি বুঝিয়ে দিয়েছি, রাস্তাঘাট করেছি, নদীভাঙন রোধে কাজ করেছি।”
তিনি আরও বলেন, “আমি হয়তো খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমার আন্তরিকতায় ঘাটতি নেই। আপনারা যারা ৫০ বছর ধরে এখানে ছিলেন, তারা কি করেছেন? মানুষকে ব্যঙ্গ করা আর স্লোগান দেওয়া ছাড়া কিছু পারেন না।”
সভায় সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন হান্নান মাসউদের পিতা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক, এনসিপির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
হান্নান মাসউদের বক্তব্যে স্পষ্ট, এনসিপি মাঠের রাজনীতিকে প্রাধান্য দিতে চায় এবং সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ সংযোগেই তারা ভবিষ্যতের বাংলাদেশ গড়ার পরিকল্পনা করছে।
































