এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ আজ
- সর্বশেষ আপডেট ১১:৩৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 95
এশিয়া কাপে আজ মাঠে নামছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই—ভারত বনাম পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ভারত-পাকিস্তান মানেই ভিন্ন রকম উত্তেজনা। শুধু ক্রিকেট নয়, রাজনৈতিক টানাপোড়েন ও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এই লড়াইকে অন্য মাত্রা দেয়। ভারত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে, অন্যদিকে পাকিস্তান দল পুনর্গঠনের পথে নতুন মুখ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।
দুবাইয়ের উইকেট সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক হলেও নতুন বলের প্রথম দিকের ওভারে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারে। সন্ধ্যার পর শিশির ও বাতাসের কারণে স্পিনারদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে টস জয়ী দল বোলিং নেওয়ার কথাই বেশি ভাববে।
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপে আছেন শুবমন গিল, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। অলরাউন্ড বিভাগে হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে ভরসা। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব। তবে শুবমন গিলের ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
পাকিস্তানের দল পুনর্গঠনের অংশ হিসেবে বেশ কিছু তরুণ মুখ দলে সুযোগ পেয়েছে। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহান ও সাঈম আয়ুবের ওপর নির্ভর করছে দল। মিডল অর্ডারে মোহাম্মদ হারিস ও ফখর জামানের দায়িত্ব বড়। বোলিং আক্রমণে শাহীন শাহ আফ্রিদি বড় হুমকি, সঙ্গে আছেন সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।
ভারতের সম্ভাব্য একাদশঃ
শুবমন গিল, অভিষেক শর্মা, সুর্যকুমার যাদব (ক্যাপ্টেন), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ
সাহিবজাদা ফারহান, সাঈম আয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), সালমান আলি আঘা (ক্যাপ্টেন), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
ভারতের অভিজ্ঞ ব্যাটিং বনাম পাকিস্তানের নতুন চ্যালেঞ্জ—এই দ্বন্দ্বই ম্যাচকে ঘিরে তৈরি করেছে বাড়তি আগ্রহ। বিশেষ করে শাহীন আফ্রিদির গতির বলের মোকাবিলা করতে পারবেন কি ভারতীয় ওপেনাররা? আবার পাকিস্তানের নবীন ব্যাটসম্যানরা কি বুমরাহর বল সামলাতে পারবেন?—এমন প্রশ্নে গরম ক্রিকেট বিশ্ব।
ভারত-পাকিস্তানের প্রতিটি লড়াইয়ের মতো এবারও জয়-পরাজয় ছাড়াও সম্মান ও মর্যাদা রক্ষার লড়াই হবে। কে জিতবে, তা নির্ধারণ করবে ২২ গজ। তবে একটি ব্যাপার নিশ্চিত—আজকের এই ম্যাচ ক্রিকেটপ্রেমীদের জন্য হবে দমবন্ধ করা উত্তেজনার।





































