এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস
- সর্বশেষ আপডেট ১০:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 200
নারী ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এবং গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন-তুর্কমেনিস্তান ড্র করায় প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
সি গ্রুপে দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। মিয়ানমারের ৩, আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ পয়েন্ট করে। গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হিসেবেই উঠবে মূল পর্বে। কারণ হেড টু হেডে তারা মিয়ানমারকে হারিয়েছে।
আজকের দিনটা ছিল বাংলাদেশের জন্য দারুণ উত্তেজনার। বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচে শেষ মুহূর্তে গোল করে ২-২ ড্র করে বাহরাইন। যদি তুর্কমেনিস্তান ম্যাচটি জিতত, তাহলে পরবর্তী ম্যাচে বাংলাদেশের জন্য ড্র করা বাধ্যতামূলক হয়ে যেত।

তবে সব জটিলতা দূর হয়েছে সেই গোলেই। এখন ৫ জুলাইয়ের বাংলাদেশ-তুর্কমেনিস্তান ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা।
এই ঐতিহাসিক সাফল্যে সবচেয়ে উজ্জ্বল নাম ঋতুপর্ণা চাকমার। আজ তার জোড়া গোলে প্রথমবারের মতো মিয়ানমারকে হারায় বাংলাদেশ।
পুরুষদের ফুটবলে বাংলাদেশ ১৯৮০ সালে প্রথমবার এশিয়া কাপে অংশ নিয়েছিল। ৪৫ বছর পর ২০২৬ সালে নারী দল সেই কীর্তিতে যুক্ত হচ্ছে। আর এই কীর্তির পেছনে আছে অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং একটি জেতার মানসিকতা।





































