ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপে অস্বস্তিকর জয় দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 174

ছক্কার রেকর্ড লিটনের। ছবি: সংগৃহীত

নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করে এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে তুলনামূলক দূর্বল দল পেয়েও রান রেট বাড়াতে না পারায় জয় ততটা স্বস্তির হয়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। ব্যাট হাতে ঝলমলে ছিলেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়।

এই ম্যাচেই ইতিহাস গড়েছেন লিটন। হংকং অধিনায়ক ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপে ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন তিনি।

এর আগে সমান ৭৭ ছক্কা ছিল লিটন ও মাহমুদউল্লাহ রিয়াদের। ১১১তম ম্যাচে নেমে লিটন হাঁকান নিজের ৭৮তম ছক্কা, যা মাহমুদউল্লাহর ১৪১ ম্যাচে করা রেকর্ড ছাড়িয়ে যায়। অর্থাৎ ২১ ইনিংস কম খেলেই নতুন মাইলফলক ছুঁলেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ছক্কার তালিকায় লিটন-মাহমুদউল্লাহর পর আছেন সাকিব আল হাসান (৫৩), সৌম্য সরকার (৫৫), তামিম ইকবাল (৪৪), আফিফ হোসেন (৩৮), তাওহীদ হৃদয় (৩৭), মুশফিকুর রহিম (৩৭), জাকের আলি অনিক (৩৮), তানজিদ তামিম (৩৪) ও সাব্বির রহমান (২৯)।

শুধু ছক্কার তালিকায় নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানসংগ্রাহকদের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন লিটন। হংকংয়ের বিপক্ষে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে তিনি মোট রান দাঁড় করালেন ২৪৯৬-এ। এতে মাহমুদউল্লাহকে (২৪৪৪) টপকে দুই নম্বরে উঠে এসেছেন। শীর্ষে আছেন সাকিব আল হাসান (১২৯ ম্যাচে ২৫৫১ রান)।

অন্যদিকে, এশিয়া কাপ টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রান করার তালিকায়ও লিটন এখন দ্বিতীয়। ২০১৬ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের করা ৮০ রানের ইনিংস শীর্ষে রয়েছে।

হৃদয়কে সঙ্গে নিয়ে লিটন গড়েন ৯৫ রানের জুটি, যা এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে ২০১৬ সালে সাকিব ও সাব্বির শ্রীলঙ্কার বিপক্ষে গড়েছিলেন ৮২ রানের জুটি।

বাংলাদেশের এই দারুণ জয়ে শুরুটা হয়েছে স্বপ্নময়। সামনে আরও বড় চ্যালেঞ্জের জন্য আত্মবিশ্বাস যোগাল লিটন-হৃদয়ের জুটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এশিয়া কাপে অস্বস্তিকর জয় দিয়ে শুরু বাংলাদেশের

সর্বশেষ আপডেট ০৩:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করে এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে তুলনামূলক দূর্বল দল পেয়েও রান রেট বাড়াতে না পারায় জয় ততটা স্বস্তির হয়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। ব্যাট হাতে ঝলমলে ছিলেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়।

এই ম্যাচেই ইতিহাস গড়েছেন লিটন। হংকং অধিনায়ক ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপে ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন তিনি।

এর আগে সমান ৭৭ ছক্কা ছিল লিটন ও মাহমুদউল্লাহ রিয়াদের। ১১১তম ম্যাচে নেমে লিটন হাঁকান নিজের ৭৮তম ছক্কা, যা মাহমুদউল্লাহর ১৪১ ম্যাচে করা রেকর্ড ছাড়িয়ে যায়। অর্থাৎ ২১ ইনিংস কম খেলেই নতুন মাইলফলক ছুঁলেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ছক্কার তালিকায় লিটন-মাহমুদউল্লাহর পর আছেন সাকিব আল হাসান (৫৩), সৌম্য সরকার (৫৫), তামিম ইকবাল (৪৪), আফিফ হোসেন (৩৮), তাওহীদ হৃদয় (৩৭), মুশফিকুর রহিম (৩৭), জাকের আলি অনিক (৩৮), তানজিদ তামিম (৩৪) ও সাব্বির রহমান (২৯)।

শুধু ছক্কার তালিকায় নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানসংগ্রাহকদের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন লিটন। হংকংয়ের বিপক্ষে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে তিনি মোট রান দাঁড় করালেন ২৪৯৬-এ। এতে মাহমুদউল্লাহকে (২৪৪৪) টপকে দুই নম্বরে উঠে এসেছেন। শীর্ষে আছেন সাকিব আল হাসান (১২৯ ম্যাচে ২৫৫১ রান)।

অন্যদিকে, এশিয়া কাপ টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রান করার তালিকায়ও লিটন এখন দ্বিতীয়। ২০১৬ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের করা ৮০ রানের ইনিংস শীর্ষে রয়েছে।

হৃদয়কে সঙ্গে নিয়ে লিটন গড়েন ৯৫ রানের জুটি, যা এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে ২০১৬ সালে সাকিব ও সাব্বির শ্রীলঙ্কার বিপক্ষে গড়েছিলেন ৮২ রানের জুটি।

বাংলাদেশের এই দারুণ জয়ে শুরুটা হয়েছে স্বপ্নময়। সামনে আরও বড় চ্যালেঞ্জের জন্য আত্মবিশ্বাস যোগাল লিটন-হৃদয়ের জুটি।