ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 79

অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। ছবি: সংগৃহীত

চমৎকার জয়ে এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন হলো ভারত। রবিবার সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারত পাঁচ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত, এবং পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়।

পাকিস্তানের শুরুটা ছিল বেশ শক্তিশালী। ওপেনিং জুটিতে শাহেবজাদা ফারহান ও ফখর জামান দলকে আশাব্যঞ্জক সূচনা দেন। তারা ৮৪ রান তুলে দলের ভরসা হয়ে ওঠেন। কিন্তু ১১৩/১ এরপর থেকে শুরু হয় পাকিস্তানের ব্যাটিং ভাঙনের সময়। ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের ধারাবাহিক বোলিংয়ে পাকিস্তান মাত্র ১৪৬ রানে সব উইকেট হারিয়ে বসে। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান আসে শাহেবজাদা ফারহানের ব্যাট থেকে।

জবাবে ভারত শুরুতে ধাক্কা খায়, দ্বিতীয় ওভারে অভিষেক শর্মা আউট হওয়ার পর সূর্য কুমার যাদব ও শুভমান গিলের দ্রুত বিদায় দলকে উদ্বেগে ফেলেছিল। কিন্তু সেখান থেকে সাঞ্জু স্যামসন ও তিলক ভর্মা ধৈর্য ও কৌশলে ব্যাট করতে থাকেন। স্যামসন ২১ বল খেলে ২৪ রান করেন। ম্যাচের গতি বদলে দেন তিলক ভর্মা, যিনি ৫৩ বল মোকাবেলায় ৬৯ রানের মূল্যবান ইনিংস খেলেন। শেষে শিবম দুবে শান্ত ও কার্যকরী নক আউট দিয়ে ভারতকে জয় নিশ্চিত করেন।

ভারত ২৭.৪ ওভারে ৫ উইকেটে ১৫০ রান তুলে ম্যাচ জিতে নেয়। তিলক ভর্মা তার অবদান দিয়ে ম্যাচ সেরার পুরস্কারও লাভ করেন।
এই জয়ের মাধ্যমে ভারত সপ্তমবার এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

সর্বশেষ আপডেট ১১:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

চমৎকার জয়ে এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন হলো ভারত। রবিবার সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারত পাঁচ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত, এবং পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়।

পাকিস্তানের শুরুটা ছিল বেশ শক্তিশালী। ওপেনিং জুটিতে শাহেবজাদা ফারহান ও ফখর জামান দলকে আশাব্যঞ্জক সূচনা দেন। তারা ৮৪ রান তুলে দলের ভরসা হয়ে ওঠেন। কিন্তু ১১৩/১ এরপর থেকে শুরু হয় পাকিস্তানের ব্যাটিং ভাঙনের সময়। ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের ধারাবাহিক বোলিংয়ে পাকিস্তান মাত্র ১৪৬ রানে সব উইকেট হারিয়ে বসে। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান আসে শাহেবজাদা ফারহানের ব্যাট থেকে।

জবাবে ভারত শুরুতে ধাক্কা খায়, দ্বিতীয় ওভারে অভিষেক শর্মা আউট হওয়ার পর সূর্য কুমার যাদব ও শুভমান গিলের দ্রুত বিদায় দলকে উদ্বেগে ফেলেছিল। কিন্তু সেখান থেকে সাঞ্জু স্যামসন ও তিলক ভর্মা ধৈর্য ও কৌশলে ব্যাট করতে থাকেন। স্যামসন ২১ বল খেলে ২৪ রান করেন। ম্যাচের গতি বদলে দেন তিলক ভর্মা, যিনি ৫৩ বল মোকাবেলায় ৬৯ রানের মূল্যবান ইনিংস খেলেন। শেষে শিবম দুবে শান্ত ও কার্যকরী নক আউট দিয়ে ভারতকে জয় নিশ্চিত করেন।

ভারত ২৭.৪ ওভারে ৫ উইকেটে ১৫০ রান তুলে ম্যাচ জিতে নেয়। তিলক ভর্মা তার অবদান দিয়ে ম্যাচ সেরার পুরস্কারও লাভ করেন।
এই জয়ের মাধ্যমে ভারত সপ্তমবার এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে।