ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
যাত্রীদের মধ্যে আতঙ্ক

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 142

পিলারে বিআরটিসি বাসের ধাক্কা

রাজধানীর ফার্মগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পিলারে বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটে এবং মুহূর্তেই এর ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুক ও এক্স (সাবেক টুইটার)সহ বিভিন্ন মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচ দিয়ে প্রবেশ করে এবং একটি পিলারে গিয়ে সজোরে ধাক্কা খায়। ফলে বাসটির দোতলার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার সময় ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করেন। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, “একটি বিআরটিসি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে ঢুকে পিলারে ধাক্কা খেয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।”

এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা, রুট নির্দেশনা এবং চালকদের প্রশিক্ষণ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে রাজধানীর ব্যস্ত এলাকায় এমন দুর্ঘটনা কীভাবে এড়ানো যায়, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যাত্রীদের মধ্যে আতঙ্ক

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা

সর্বশেষ আপডেট ০৬:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

রাজধানীর ফার্মগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পিলারে বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটে এবং মুহূর্তেই এর ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুক ও এক্স (সাবেক টুইটার)সহ বিভিন্ন মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচ দিয়ে প্রবেশ করে এবং একটি পিলারে গিয়ে সজোরে ধাক্কা খায়। ফলে বাসটির দোতলার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার সময় ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করেন। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, “একটি বিআরটিসি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে ঢুকে পিলারে ধাক্কা খেয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।”

এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা, রুট নির্দেশনা এবং চালকদের প্রশিক্ষণ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে রাজধানীর ব্যস্ত এলাকায় এমন দুর্ঘটনা কীভাবে এড়ানো যায়, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।