এলপিজি আমদানির সুযোগ পেলো বিপিসি
- সর্বশেষ আপডেট ১০:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 57
দেশে চলমান এলপিজি সংকট ও দাম বৃদ্ধির মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির অনুমোদন পেয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়ানো ও দাম স্থিতিশীল করার লক্ষ্য রয়েছে।
রোববার (১৮ জানুয়ারী)জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে নিশ্চিত করেন, নীতিগতভাবে বিপিসিকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানকে ইতিমধ্যেই মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে।
তিনি বলেন, “এখন সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হবে। বাজারে সরবরাহ বাড়ানোই মূল লক্ষ্য। তবে বোতলজাতকরণ, সংরক্ষণ ও বিতরণে সরকার সরাসরি যুক্ত হবে না; এসব কার্যক্রম বেসরকারি অপারেটরদের মাধ্যমে চলবে।”
বিপিসি গত ১০ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানের অনুমতি চেয়েছিল।
চিঠিতে বলা হয়েছে, দেশের এলপিজি সরবরাহে ঘাটতি ও দামের অস্বাভাবিক ওঠানামা দেখা দিয়েছে। বর্তমানে সম্পূর্ণ বেসরকারি খাতের ওপর নির্ভরতার কারণে সংকট সামাল দেওয়ার কার্যকর সরকারি হাতিয়ার নেই।
বিপিসি আশা করছে, নীতিগত অনুমোদনের পর জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানি করে বেসরকারি অপারেটরদের মাধ্যমে দ্রুত বাজারে সরবরাহ করা সম্ভব হবে, যা দাম নিয়ন্ত্রণে আনতে সহায়ক হবে।




































