এলপিজির নতুন দাম ঘোষণা আজ
- সর্বশেষ আপডেট ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 40
চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে-সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানা যাবে। রোববার (৪ জানুয়ারি) জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন ভোক্তা মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত আদেশ আজ প্রকাশ করা হবে। বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনের শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত কমিশনের কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এলপিজির নতুন দাম সংক্রান্ত আদেশ একই দিনে কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। ভোক্তারা http://www.berc.org.bd ঠিকানায় গিয়ে তা দেখতে পারবেন।
এর আগে, সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে এলপিজির দাম বাড়ানো হয়েছিল। গত ২ ডিসেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বৃদ্ধি করে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।































