এলজিইডি ভবনে ভুয়া ডিজিএফআই কর্তা আটক
- সর্বশেষ আপডেট ০৯:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 138
রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করার অভিযোগে শাহিনুর (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে সেনা অভিযানে তাকে আটক করা হয়।
জানা গেছে, শাহিনুর সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সাবেক সার্জেন্ট। তিনি নিজেকে ডিজিএফআই–এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত বলে দাবি করে এলজিইডির পরিচালক কার্যালয়ে প্রবেশ করেন এবং জনবল নিয়োগে দাপ্তরিক চাপ প্রয়োগের চেষ্টা করেন।
এলজিইডি কর্তৃপক্ষ বিষয়টি সন্দেহজনক মনে করে সরাসরি ডিজিএফআই–এর সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, শাহিনুর নামে কোনো কর্মকর্তা ওই সংস্থায় কর্মরত নন।
পরবর্তীতে বিষয়টি শেরে বাংলা সেনা আর্মি ক্যাম্পে জানানো হলে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে গিয়ে শাহিনুরকে আটক করে।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, “আমরা খবর পাই, একজন ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি অফিসে চাকরি দেওয়ার প্রভাব খাটাচ্ছে। আমাদের দল দ্রুত গিয়ে যাচাই করে নিশ্চিত হয় সে ভুয়া।”
তিনি আরও জানান, শাহিনুর ২০০৮ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হন। বর্তমানে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সেনা কর্মকর্তারা সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা কর্তৃপক্ষকে জানাতে।
































