ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পে ছাড়াই জয়ের নায়ক গার্সিয়া, হ্যাটট্রিকে উজ্জ্বল রিয়াল

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 69

চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে মাঠের বাইরে থাকলেও রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে তার শূন্যতা দারুণভাবে পূরণ করছেন গঞ্জালো গার্সিয়া। স্প্যানিশ এই তরুণ স্ট্রাইকারের হ্যাটট্রিকে লা লিগায় রিয়াল বেতিসকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ

রোববার রাতে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ২০ মিনিটে দলের প্রথম গোলটি করেন গার্সিয়া। এরপর দ্বিতীয় গোলের জন্য কিছুটা অপেক্ষা করতে হলেও বিরতির পরপরই আবারও আলো ছড়ান এই ফরোয়ার্ড। ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত এক ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এর ছয় মিনিট পর রাউল আসেনসিওর গোলে ব্যবধান ৩–০ করে রিয়াল। যদিও ৬৬ মিনিটে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বেতিস, তবে রিয়ালের আক্রমণভাগের ধার থামাতে পারেনি তারা। ৮২ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন গঞ্জালো গার্সিয়া। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রান গার্সিয়ার গোলে ৫–১ ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এমবাপ্পের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ২১ বছর বয়সী গার্সিয়ার এই পারফরম্যান্সে লিগ শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে সক্ষম হয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের সংগ্রহ এখন ৪৫ পয়েন্ট। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমবাপ্পে ছাড়াই জয়ের নায়ক গার্সিয়া, হ্যাটট্রিকে উজ্জ্বল রিয়াল

সর্বশেষ আপডেট ০৩:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে মাঠের বাইরে থাকলেও রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে তার শূন্যতা দারুণভাবে পূরণ করছেন গঞ্জালো গার্সিয়া। স্প্যানিশ এই তরুণ স্ট্রাইকারের হ্যাটট্রিকে লা লিগায় রিয়াল বেতিসকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ

রোববার রাতে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ২০ মিনিটে দলের প্রথম গোলটি করেন গার্সিয়া। এরপর দ্বিতীয় গোলের জন্য কিছুটা অপেক্ষা করতে হলেও বিরতির পরপরই আবারও আলো ছড়ান এই ফরোয়ার্ড। ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত এক ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এর ছয় মিনিট পর রাউল আসেনসিওর গোলে ব্যবধান ৩–০ করে রিয়াল। যদিও ৬৬ মিনিটে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বেতিস, তবে রিয়ালের আক্রমণভাগের ধার থামাতে পারেনি তারা। ৮২ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন গঞ্জালো গার্সিয়া। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রান গার্সিয়ার গোলে ৫–১ ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এমবাপ্পের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ২১ বছর বয়সী গার্সিয়ার এই পারফরম্যান্সে লিগ শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে সক্ষম হয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের সংগ্রহ এখন ৪৫ পয়েন্ট। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা।