ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পে কি রোনালদোর রেকর্ড ভেঙ্গে দিবেন?

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 118

এমবাপ্পে ও রোনালদো

তালাভেরার বিপক্ষে শেষ ম্যাচে জোড়া গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। এই দুটি গোলের সুবাদে ২০২৫ পঞ্জিকাবর্ষে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৮-তে। ফলে রিয়াল মাদ্রিদের হয়ে এক বছরে সর্বোচ্চ গোলের ক্লাব রেকর্ড ভাঙতে এখন তার প্রয়োজন মাত্র একটি গোল।

রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম দিকে এমবাপ্পেকে নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার সমন্বয় নিয়ে আলোচনা চলছিল। মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও এখন স্পষ্ট—রিয়ালের আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা তিনিই। কার্যকারিতার বিচারে জুড বেলিংহাম ও ভিনিসিয়ুসকেও ছাড়িয়ে গেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

২০২৫ সালের শুরু থেকে ক্লাব ফুটবলে এমবাপ্পের গোলসংখ্যা এখন ৫৮। এই সংখ্যায় তিনি স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ঐতিহাসিক রেকর্ড। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে ৫৯ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো—যা এখনো ক্লাবের সর্বোচ্চ।

ওই বছর সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে রোনালদোর গোল ছিল ৫৯টি। জাতীয় দলসহ তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছিল ৬৯-এ। ক্লাব পর্যায়ে এই ৫৯ গোলই এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা অর্জন।

এমবাপ্পে এখন সেই রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে। ২০২৫ সালের শেষ ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচেই রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন তিনি।

সেভিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেই গোল পেয়েছেন এমবাপ্পে। ফলে এই ম্যাচে আত্মবিশ্বাসের ঘাটতি থাকার কথা নয়। রেকর্ড ভাঙার সম্ভাবনা তাকে বাড়তি অনুপ্রেরণাও দেবে।

রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের তালিকায় এখনো শীর্ষে আছেন রোনালদো—২০১৩ সালে তার গোল ছিল ৫৯। এরপর ২০২৫ সালে এমবাপ্পের ৫৮ গোল এবং ২০১২ সালে রোনালদোরও ছিল সমান ৫৮ গোল। এছাড়া ২০১৪ সালে রোনালদো করেছিলেন ৫৬ গোল, আর ২০১৫ সালে ৫৪ গোল।

তবে এক বছরের রেকর্ড ভাঙলেও রোনালদোর সামগ্রিক কীর্তির কাছাকাছি যেতে এমবাপ্পেকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। রিয়ালের হয়ে রোনালদো ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল—গড়ে প্রতি ৮৪ মিনিটে একটি করে। সেখানে এমবাপ্পে এখন পর্যন্ত প্রতি ৯৩.৯ মিনিটে একটি গোল করছেন। এই গড় ধরে রোনালদোর মোট গোলসংখ্যা ছুঁতে হলে এমবাপ্পেকে খেলতে হবে প্রায় ৪৭০ ম্যাচ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমবাপ্পে কি রোনালদোর রেকর্ড ভেঙ্গে দিবেন?

সর্বশেষ আপডেট ০২:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

তালাভেরার বিপক্ষে শেষ ম্যাচে জোড়া গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। এই দুটি গোলের সুবাদে ২০২৫ পঞ্জিকাবর্ষে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৮-তে। ফলে রিয়াল মাদ্রিদের হয়ে এক বছরে সর্বোচ্চ গোলের ক্লাব রেকর্ড ভাঙতে এখন তার প্রয়োজন মাত্র একটি গোল।

রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম দিকে এমবাপ্পেকে নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার সমন্বয় নিয়ে আলোচনা চলছিল। মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও এখন স্পষ্ট—রিয়ালের আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা তিনিই। কার্যকারিতার বিচারে জুড বেলিংহাম ও ভিনিসিয়ুসকেও ছাড়িয়ে গেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

২০২৫ সালের শুরু থেকে ক্লাব ফুটবলে এমবাপ্পের গোলসংখ্যা এখন ৫৮। এই সংখ্যায় তিনি স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ঐতিহাসিক রেকর্ড। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে ৫৯ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো—যা এখনো ক্লাবের সর্বোচ্চ।

ওই বছর সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে রোনালদোর গোল ছিল ৫৯টি। জাতীয় দলসহ তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছিল ৬৯-এ। ক্লাব পর্যায়ে এই ৫৯ গোলই এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা অর্জন।

এমবাপ্পে এখন সেই রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে। ২০২৫ সালের শেষ ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচেই রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন তিনি।

সেভিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেই গোল পেয়েছেন এমবাপ্পে। ফলে এই ম্যাচে আত্মবিশ্বাসের ঘাটতি থাকার কথা নয়। রেকর্ড ভাঙার সম্ভাবনা তাকে বাড়তি অনুপ্রেরণাও দেবে।

রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের তালিকায় এখনো শীর্ষে আছেন রোনালদো—২০১৩ সালে তার গোল ছিল ৫৯। এরপর ২০২৫ সালে এমবাপ্পের ৫৮ গোল এবং ২০১২ সালে রোনালদোরও ছিল সমান ৫৮ গোল। এছাড়া ২০১৪ সালে রোনালদো করেছিলেন ৫৬ গোল, আর ২০১৫ সালে ৫৪ গোল।

তবে এক বছরের রেকর্ড ভাঙলেও রোনালদোর সামগ্রিক কীর্তির কাছাকাছি যেতে এমবাপ্পেকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। রিয়ালের হয়ে রোনালদো ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল—গড়ে প্রতি ৮৪ মিনিটে একটি করে। সেখানে এমবাপ্পে এখন পর্যন্ত প্রতি ৯৩.৯ মিনিটে একটি গোল করছেন। এই গড় ধরে রোনালদোর মোট গোলসংখ্যা ছুঁতে হলে এমবাপ্পেকে খেলতে হবে প্রায় ৪৭০ ম্যাচ।