এমপিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
- সর্বশেষ আপডেট ০৯:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 34
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্যদের দুর্নীতি ও বরাদ্দ আত্মসাতের কড়া সমালোচনা করেছেন।
সোমবার ((১২ জানুয়ারি)পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তিনি বলেন, এমপি সাহেবরা সরকারি বরাদ্দের ৫০ ভাগ নিজেরা রাখেন, সহযোগীরা ২৫ ভাগ নেন, ঠিকাদাররা ২০ ভাগ পকেটে দেন, আর মাত্র ৫ ভাগ অর্থ কাজে লাগে। তিনি বলেন, এমপি যদি সৎ থাকেন, ঠিকাদারের চুরি করার সুযোগ থাকে না।
রুমিন ফারহানা প্রবাসীদের অবদান তুলে ধরে বলেন, তারা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা চালাচ্ছেন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এমপিদের দায়িত্ব। এছাড়া পানিশ্বরের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এলাকাবাসী ভোট দিয়ে তাকে জেতাবে, যেমন তার বাবাকে জিতিয়েছিলেন।
বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব।































