এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ
- সর্বশেষ আপডেট ০৬:২১:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / 198
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন সুখবর এসেছে। বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচনার পর জানা গেছে, শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, বর্তমানে যে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান হচ্ছে, তা যথাক্রমে ১ হাজার টাকা ও ৫০০ টাকা। প্রস্তাবিত বৃদ্ধির পর এটি বাড়িভাড়া ২ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ১ হাজার টাকা হবে।
শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদলের বৈঠকে সর্বজনীন বদলি বিষয়েও আলাপ হয়েছে। এ ছাড়া বাড়িভাড়া বৃদ্ধির কৌশল নিয়ে শিক্ষকদের মতামত নেওয়া হয়েছে, যা পরবর্তীতে মন্ত্রণালয়ে আলোচনা করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ও আশ্বাস দিয়েছে, বাড়িভাড়া বৃদ্ধিসহ অন্যান্য বিষয়গুলো কিভাবে সমাধান করা যায়, তা নিয়ে পর্যাপ্ত আলোচনা করা হবে।
এদিকে, জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা সরকারকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৫ সেপ্টেম্বর থেকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন শিক্ষকরা। আজ বুধবার বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা।
































