শিরোনাম
এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদি
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 91
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটে আইসিইউ–সুবিধাসম্পন্ন একটি অ্যাম্বুলেন্স হাদিকে নিয়ে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর কিছুক্ষণ আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢামেক থেকে অ্যাম্বুলেন্সে তোলা হয়।
এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুজন যুবক হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসকদের মতে, তার মাথার বাম পাশে গুলির আঘাত রয়েছে এবং অবস্থা অত্যন্ত সংকটজনক।
































